RankMath এ 100 এর কাছে SEO স্কোর অর্জনের সহজ উপায়

RankMath এ সর্বোচ্চ SEO স্কোর অর্জনের সহজ উপায়

এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন কিভাবে র‌্যাঙ্কম্যাথ সর্বোচ্চ SEO ব্যাঙ্ক অর্জন করা যায়। RankMath এর মাধ্যমে কিভাবে highest SEO score করতে হয়? এই পোস্ট থেকেই আপনি খুব সহজেই তা জানতে পারবেন।

 

যখন আমরা কোন পোস্ট লিখি, সেই পোস্টটি সার্চ ইঞ্জিন থেকে সর্বোচ্চ ট্রাফিক পেতে আমাদেরকে ঠিকঠাকভাবে SEO করা প্রয়োজন। র‌্যাঙ্কম্যাথ আপনাকে আপনার বিষয়বস্তুর উপর ভিত্তি করে সর্বাধিক ট্রাফিক পেতে আপনার পোস্টকে অপ্টিমাইজ করতে সহায়তা করে।

 

আপনি যদি RankMath এর সমস্ত নির্দেশিকা গুলি অনুসরণ করেন, তাহলে আপনার পোস্ট সম্পূর্ণরূপে SEO অপ্টিমাইজ, এবং পোস্টটি সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্কিংয়ের সম্ভাবনাও বেশি হবে।

-: আসুন সরাসরি জেনে নিন র‌্যাঙ্কম্যাথ এর মাধ্যমে কিভাবে আপনি সর্বোচ্চ SEO স্কোর অর্জন করবেন :- 

RankMath এর ব্যবহার বিধি

নতুন গুটেনবার্গ এডিটরে, আপনি যেখানে পোস্ট লেখেন সেই স্ক্রিনের উপরের-ডানদিকে SEO স্কোর বোতামে ক্লিক করুন। এবং আপনি ব্লক ভিউতে র‌্যাঙ্কম্যাথ এর সমস্ত সরঞ্জাম এবং পরামর্শ দেখতে পাবেন।

বিদ্র:-আমরা ওয়ার্ডপ্রেসে একটি নিবন্ধ লেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব। তারপর আমরা Rank Math এর SEO কাস্টম সুপারিশগুলি ব্যবহার করে পোস্টটিকে সম্পূর্ণরূপে অপ্টিমাইজ করব।

 

RankMath এ প্রথমে আপনি ফোকাস কিওয়ার্ড নির্বাচন করুন

SEO অপ্টিমাইজেশন প্রক্রিয়ার প্রথম ধাপ হল সঠিক ফোকাস কীওয়ার্ড নির্বাচন করা। আপনি যে বিষয়টা সম্বন্ধে লিখছেন সেই শব্দটাকেই বলা হয় ফোকাস কিওয়ার্ড। ফোকাস কীওয়ার্ড হল এমন শব্দ যা আপনি আপনার পোস্টের জন্য র‌্যাঙ্ক করতে চান।

 

যেমন আমি এখানে র‌্যাঙ্কম্যাথ সম্বন্ধে লিখছি, সুতরাং আমার ফোকাস কিওয়ার্ড হওয়া উচিত “RankMath”। প্রথমে আপনি যেখানে পোস্ট লেখেন সেই স্ক্রিনের উপরের-ডানদিকে SEO স্কোর বোতামে ক্লিক করুন। সেখানে “Focus Keyword” এর বক্সে আপনার ফোকাস কিওয়ার্ড টি দিন।

 

আপনার পোস্টে একের অধিক ফোকাস কীওয়ার্ড যোগ করতে, কেবল ফোকাস কীওয়ার্ড এলাকায় যান এবং আরও ফোকাস কীওয়ার্ড টাইপ করুন। আপনি যে প্রথম ফোকাস কীওয়ার্ডটি যোগ করবেন সেটি হবে প্রাথমিক ফোকাস কীওয়ার্ড এবং বাকিগুলো সেকেন্ডারি ফোকাস কীওয়ার্ড হিসেবে বিবেচিত হবে। প্রাথমিক কীওয়ার্ডটির বাম দিকে একটি “*” আইকনও থাকবে।

 

"Edit Snippet" এ Title, Parmalink, এবং Description বসান।

আপনার পোস্টটি google সার্চ ইঞ্জিনে কেমন দেখাবে? সেটা বুঝতে র‌্যাঙ্কম্যাথ আপনাকে সাহায্য করে “Edit Snippet” এর মাধ্যমে। শুধু তাই নয় এখানে আপনি যা টাইটেল, পারমালিংক এবং ডেসক্রিপশন দেবেন সেগুলোই গুগল সার্চ ইঞ্জিনে দেখাবে। তাই “Edit Snippet” এ আপনাকে সঠিকভাবে Title, Parmalink, এবং Description বসাতে হবে।

“Edit Snippet” এর কিছু নিয়ম আপনাকে মানতে হবে টাইটেল,পারমালিংক এবং ডেসক্রিপশন কে SEO ফ্রেন্ডলি করার জন্য। সেই নিয়মগুলো জেনে নিন।

 

  1. “Title” এর ক্ষেত্রে- টাইটেলে ৬০ এর বেশি অক্ষর ব্যবহার করা যাবে না।
  2. “Parmalink“- এই আপনি ৭৫ টার বেশি অক্ষর ব্যবহার করতে পারবেন না। এবং অক্ষরগুলি অবশ্যই ইংরেজি হতে হবে। Parmalink এ “A”, “An” “The” এবং কোন নাম্বার না ব্যবহার করা যাবে না।
  3. “Description“- ডেসক্রিপশনে আপনি ১60 টির বেশি অক্ষর ব্যবহার করতে পারবেন না।
RamkMath Edit Snippit
এই ভাবে Edit Snippit এ text বসাতে হবে ।

বিদ্র:-কনটেন্ট লেখার সময় যদি আপনি টাইটেল এবং ডেসক্রিপশন ঠিকঠাক দিয়ে রাখেন তাহলে আপনাকে “Edit Snippet” সেগুলো দেওয়ার প্রয়োজন নেই। শুধু মাত্র permalink টা ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন।

 

RankMath এর মাধ্যমে "Basic SEO" ঠিক করে নিন।

র‌্যাঙ্কম্যাথ “Basic SEO” সেকশনে আপনাকে কিছু সাধারণ SEO সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। সেখানে মূলত টাইটেল, ডেসক্রিপশন, URL, ফোকাস keyword এর অবস্থান এবং আপনি কত শব্দের কন্টেন্ট লিখছেন সেটা সম্বন্ধে এরকম “5 Errors” গাইড রয়েছে। আপনি খুব সহজেই র‌্যাঙ্কম্যাথ এর সাহায্য নিয়ে সেগুলোকে সমাধান করতে পারেন। এবং আপনার বেসিক এসিওতে সর্বাধিক স্কোর অর্জন করতে পারেন। আসুন আমিও আপনাকে গাইড করে দি।

 

SEO title এ Focus Keyword বসান

Basic SEO গুলির মধ্যে প্রধান এবং প্রথম কাজ হল আমাদের কনটেন্টের টাইটেলে ফোকাস কীওয়ার্ড আছে কিনা তা যাচাই করে নেওয়া। Focus Keyword কন্টেন্টের মূল অংশ। যেটা সম্বন্ধে আপনি লিখছেন সেটা অবশ্যই টাইটেলে উল্লেখ থাকা প্রয়োজন।

যদি আপনি আপনার টাইটেল এর অংশে Focus Keyword ব্যবহার করে থাকেন। তাহলে আপনার বেসিক এসিও লিস্টে- ✅ “Hurray! You’re using Focus Keyword in the SEO Title”. লেখাটি শো করবে।

বিদ্র:-কনটেন্ট লেখার সময় যদি আপনি Title, Description এবং permalink ঠিকঠাক ভাবে “Edit Snippet” এ সেগুলো দেওয়ার থাকে তবেই আপনি স্কোর টা বাড়াতে পারবেন। তা না হলে গ্রীন টিক আসবেনা।

 

SEO Meta Description এ Focus Keyword বসান

কন্টেন্ট লেখার সময় অবশ্যই টাইটেল এর নিচে যে প্রথম আড়াই লাইন অংশে আপনি ডেসক্রিপশন লিখবেন সেখানেও আপনার ফোকাস কিওর থাকা প্রয়োজন। আপনি যদি ফোকাস কিওয়ার্ড ডেসক্রিপশন এর প্রথম দিকেই দিয়ে থাকেন তাহলে আপনার Meta Description SEO সম্পন্ন হবে। এবং ✅Focus Keyword used inside SEO Meta Description. লেখাটি শো করবে।

 

URL/Parmalink এ Focus Keyword বসান

“Edit Snippet” এ আপনি যে URL টা দিয়েছেন সেখানেও অবশ্যই আপনার Focus Keyword রাখতে হবে। অতএব আপনি যদি টাইটেল টাকেই কপি করে ওখানে নিয়ে বসিয়ে দেন, টাইটেলে ফোকাস কিওয়ার্ড থাকলেই আপনার Parmalink SEO কমপ্লিট হয়ে যাবে-এবং ✅Focus Keyword used in the URL. লেখা চলে আসবে।

 

কন্টেন্ট এর শুরুর দিকে Focus Keyword রাখুন

আপনি সবসময় আপনার কনটেন্ট লেখার শুরুর দিকে ফোকাস কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। যেমনটা আমরা ডেসক্রিপশনে “র‌্যাঙ্কম্যাথ” ব্যবহার করেছি। তাহলে আপনি অনায়াসেই এই সমস্যাও সমাধান করে ফেলতে পারবেন। এবং আপনার RankMath ড্যাশবোর্ডে এই গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন।

 

আপনি আপনার কনটেন্ট এ কত পার্সেন্ট ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছেন গ্রিন সিগনালে সেটাও দেখতে পাবেন।- ✅ Focus Keyword appears in the first 10% of the content.

 

আপনার কন্টেন এ Focus Keyword এর ব্যবহার করুন

আপনি আপনার কনটেন্ট এর মধ্যে ফোকাস কি ওয়ার্ড ব্যবহার করলেই এই এসইও পার্টি আপনি কমপ্লিট করে উঠতে পারবেন। এটা নিয়ে আপনাকে বেশি সমস্যায় পড়তে হবে না। কারণ আপনি অলরেডি ফোকাস কিওয়ার্ড প্রথম থেকে ব্যবহার করে আসছেন। ✅ Focus Keyword found in the content.

 

আপনার কন্টেন্ট অন্তত ৬০০ word এর বেশি রাখুন

মাথায় রাখবেন আপনার কনটেন্ট যত বড় হবে তত আপনার সার্চ ইঞ্জিনে রঙ্ক করার চান্স কিন্তু বেশি থাকবে। কারণ সেই কন্টেন্টের মধ্যে আপনি বারবার সেই বিষয়ে উল্লেখ করেছেন। যথাসাধ্য অন্তত ৬০০ ওয়ার্ডের বেশি content লিখুন। – আমার মত অনুযায়ী যদি আপনি 800 থেকে 1200 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন তাহলে আপনি আমার মতই গ্রিন টিক পেয়ে যাবেন- ✅ Content is 841 words long. Good job!.

 

এবারে Additional SEO গুলি ঠিক করে নিন

অ্যাডিশনাল এসে বোর্ডের মধ্যে প্রধানত “8 Errors” আমরা দেখতে পাই যেমন Headings এ ফোকাস ওয়ার্ড এর ব্যবহার, এছাড়াও Image alt text, Keyword density, Long url character, External link, Do follow link, Internal link, Focus keyword setup, এবং content AI.

 

তবে চিন্তার বিষয় নেই RankMath খুবই সাধারণভাবে তার সলিউশন ও সেখানে জানিয়ে দিয়েছেন।র‌্যাঙ্কম্যাথের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনিও খুব সহজেই সেগুলো সল্ভ করতে পারবেন।

 

Focus Keyword in subheading(s) like H2, H3, H4, etc.. তে ব্যবহার করুন

আপনি যতগুলো হেডিংস কিংবা সাব-হেডিংস রাখুন না কেন তার মধ্যে অন্তত যে কোন একটাই আপনাকে Focus Keyword রাখতেই হবে। H2, H3, H4 এগুলি হল হেডিংস কিংবা সাব-হেডিংস। অবশ্যই সেখানে যদি আপনি আপনার ফোকাস কিওয়ার্ড ইনপুট করেন তাহলে আপনি ✅ Focus Keyword found in the subheading(s) গ্রিন সিগনাল পেয়ে যাবেন।

 

অনন্ত একটি image alt text এ Focus Keyword রাখুন

আপনি অবশ্যই আপনার ব্লগে একটা কিংবা তারও বেশি ছবি আপলোড করতে পারেন। এবং সেই ছবিগুলো কেউ SEO করতে হয়। আপনার ওয়েবসাইটের “Image Gallery” গিয়ে আপনার ছবিগুলির টাইটেল ডেসক্রিপশন এবং বিশেষ করে “Alt” টেক্সটে ফোকাস কিওয়ার্ড রাখুন। তাতে আপনি গুগল সার্চ ইঞ্জিনেও আপনার ইমেজ গুলি ‍্যাংক করার সুযোগ বেড়ে যাবে।

 

ইমেজের “Alt text” ফোকাস কিবোর্ডের উল্লেখ থাকলেই আপনি অনায়াসেই এই পর্বটি পার করে যাবেন। ✅ Focus Keyword found in image alt attribute(s).

 

Keyword Density 2% এর কাছাকাছি রাখার চেষ্টা করুন

আপনি আপনার কনটেন্টের ভিতরে ফোকাস কিওয়ার্ড কতবার রেখেছেন র‌্যাঙ্কম্যাথ সেটি ইন্ডিকেট করে। সাধারণত কনটেন্ট এর ভিতর আপনি দুই থেকে আড়াই পার্সেন্ট এর মতো রেশিওতে ফোকাস রাখতে পারেন।

আমরা যদি আমাদের কনটেন্ট এ অনেক বেশি মাত্রায় ফোকাস ব্যবহার করে ফেলি তাতেও কিওয়ার্ড স্টাফিং এর শিকার হতে হয়। যদি অনেক বেশি কিওয়ার্ড দিয়ে ফেলেন তাহলে সেগুলোকে কমিয়ে দিন।

 

সঠিক মাত্রায় কীওয়ার্ড রেখে আপনার কন্টেনটি লিখুন। তাহলে আপনি অনায়াসেই ✅ Keyword Density is 1.45, the Focus Keyword and combination appears 18 times. অর্জন করে ফেলবেন।

 

URL/parmalink 75 characters long ব্যবহার করুন

এর আগেও আমরা আলোচনা করেছি আমাদের কনটেন্টের ইউআরএল বেশি বড় হলে চলবে না। এবং অবশ্যই সেটা ইংরেজি অক্ষরে হতে হবে। আপনি যদি এখানে গ্রিন টিক পাচ্ছেন না, হয়তো আপনি কোন গরমিল করেছেন।

 

“Edit Snippet” এগিয়ে আপনি “Parmalink ” এর জায়গায় সঠিক পরিমাপে টেক্সট দিন । তাতেই আপনি ✅ URL is 75 characters long. Kudos! পেয়ে যাবেন।

 

External resources হিসাবে linking করুন

External resources বলতে যে সব ওয়েবসাইটে থেকে আপনি কন্টেন্ট এর তথ্য় সংগ্রহ করেছেন, resources হিসাবে সেই ওয়েবসাইট এর লিংক আপনার কন্টেন্ট এ রাখতেই হবে। যখন আপনি এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করছেন অবশ্যই অপশন থেকে “Open in a new tab” অপশন টি বেছে নিন। মনে রাখবেন এমন ছোট্ট বিষয় গুলো কিন্তু র‌্যাঙ্কম্যাথ আপনাকে মনে করিয়ে দেবে।

তাতে আপনি ✅ At least one external link with DoFollow found in your content. গ্রিন সাইন পেয়ে যাবেন।

 

internal links যুক্ত করুন

আপনি যে কনটেন্ট লিখছেন, সেই কনটেন্টের বিষয়বস্তুর সঙ্গে ম্যাচ করে এমন অন্য আরও কনটেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনি সেই সব কন্টেন্টের লিংক এখানে অ্যাটাচ করতে পারেন। সেগুলো কেউ অবশ্যই “Open in a new tab” হিসেবে রাখবেন। যাক আপনি তাহলে পেয়ে যাবেন – ✅ You are linking to other resources on your website which is great.

 

কন্টেন্ট এর জন্য Focus Keyword সেট করুন

আমরা প্রথমেও দেখেছি এবং শিখেছি র‌্যাঙ্কম্যাথ এ কিভাবে Focus Keyword এড করতে হয়। RankMath এ একের অধিক সেকেন্ডারি Focus Keyword ও ব্যবহার করা যেতে পারে। তবে আপনি একটা Focus Keyword যদি অন্য কোনও পোস্ট এ ব্যবহর না করে থাকেন, তাহলে ✅ You haven’t used this Focus Keyword before. এই স্যানটি গ্রীন হয়ে যাবে।

 

Use Content AI to optimise the Post

সাধারণত র‌্যাঙ্কম্যাথ কাজ করার সময়ে Content AI এর ব্যবহার না করাই ভালো। এটি দিয়ে সাধারণত আপনি কয়েকটি কিওয়ার্ড সাজেশন পেতে পারেন মাত্র, যেটি AI এর মাধ্যমে পরিচালিত হয়। আপনি যদি Content AI ব্যবহার করতে চান তবে আপনি RankMath PRO ভার্সন কিনতে পারেন।

চিন্তার কোন কারণ নেই আপনি যদি Content AI ব্যবহার নাও করেন, তাহলেও আপনার SEO কোন ইফেক্ট পড়বে না। আপনি Content AI সম্বন্ধে আরও জানতে পারেন তাদের ওয়েবসাইট থেকে।

 

Title Readability তে আপনার টাইটেল কে SEO friendly করুন

র‌্যাঙ্কম্যাথ এর “Title Readability” এর মাধ্যমে আপনি আপনার পোস্ট এর title কে আরও আকর্ষণীয় ও seo ফ্রেন্ডলি করতে পারবেন। এখানে মূলত 4 টি অপশন রয়েছে, সেগুলি কমপ্লিট করতে পারলেই আপনি গ্রিন টিক পয়ে যাবেন। আসুন দেখে নিন কিভাবে আপনি Title Readability তে highest স্কোর অর্জন করতে পড়বেন।

 

Title এর শুরুতে Focus Keyword use করুন

“Focus Keyword” যেটি আপনি বেছে নিয়েছেন, সেই keywodr টা আপনি নিশ্চয়ই টাইটেল এ use করেছেন। যদি আপনি টাইটেল এ focous keyword ইউজ করে থাকেন তাহলে নপনি অনায়াসেই – ✅ “Focus Keyword used at the beginning of SEO title” লেখার সাথে গ্রিন টিক পেয়ে যাবেন।

 

আপনার Title এ positive or a negative sentiment word use করুন

SEO এর নিয়ম অনুযায়ী আমাদের কন্টেন্টের title হতে হবে মিনিং ফুল, এবং আকর্ষণীয়। যাতে ভিউয়াররা সার্চ এ আমাদের টাইটেলটা দেখা মাত্র সেখানে ক্লিক করে। এর জন্য আমাদের টাইটেলএ positive কিংবা negative sentiment word ব্যবহার করতে হবে। 

যদি আপনি এর সঠিক ব্যবহারটা করতে পারেন তাহলে আপনি গ্রিন টিকের সঙ্গে ✅ “Your title has a positive or a negative sentiment” পেয়ে যাবেন। 

এখানে আমরা কিছু পজিটিভ এবং নেগেটিভ সেন্টিমেন্ট ওয়ার্ডএর উদাহরণ দিয়েছি, প্রয়োজনে এগুলি ডাউনলোড করে রাখতে পারেন।

 

Positive, negative sentiment word PDF Dodnload করুন।

আপনার title এ power word ব্যবহার করুন (অনন্ত একটা)

কোনো title এর সত্যতা বাড়ানোর জন্য আমরা সাধারণত পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে থাকি। পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের টাইটেলকে আরো বেশি অথেন্টিক করে তুলব, যাতে ভিউয়ারদের মনে এটা জাগে যে, টাইটেল এ যে বিষয় সে পড়ছে সেটা অন্যদের থেকে সেরা। এই কারণেই আমাদের মূলত পাওয়ার ওয়ার্ল্ড ব্যবহার করা উচিত।

এবং আমরা যদি আমাদের টাইটেলে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করে থাকি তাহলে আপনি ✅ Your title contains 1 power word(s). Booyah! লেখা দেখতে পাবেন।

 

আমরা নিচে কিছু “power word” এর  তালিকা pdf রূপে দিয়েছি এগুলো থেকেও আপনি আপনার কনটেন্টের টাইটেল এর পাওয়ার ওয়ার্ড গুলি ব্যবহার করতে পারেন। 

 

“power word” PDF Dodnload করুন।

SEO title এ numbar ব্যবহার করুন

ওই জন্যই সারে আমাদের টাইটেলে নাম্বার এর ব্যবহার করতে হয় কোন ক্ষেত্রে সাল এর প্রয়োজনে ,কোন ক্ষেত্রে সংখ্যা বোঝানোর ক্ষেত্রে, কোন ক্ষেত্রে পরিমাণ বোঝানোর ক্ষেত্রে ইত্যাদি। সংখ্যা ব্যবহার করে আমরা আমাদের টাইটেল কে আরো আকর্ষণীয় করতে পারি। অনেক ক্ষেত্রে কম্পিউটার ওয়েবসাইটের পোস্ট গুলির ঊর্ধ্বে নম্বর ব্যবহারে আপনার পোস্টটি রেংকিং এর ক্ষেত্রে সুবিধা পেতে পারে।

 

টাইটেলে আমরা যদি সংখ্যা হিসেবে সাল ব্যাবহার করে থাকি তাহলে পোস্টটি আপডেটেড কিনা সেটা বোঝা যায় তাতে রঙ্কিঙ্গ এর সুবিধা হয়। গুগল সব সময় আপগ্রেটেড পোস্ট পছন্দ করে। সে ক্ষেত্রে যদি আপনি টাইটেলে কোন সংখ্যা ব্যবহার করেন তাহলে- ✅ “You are using a number in your SEO title” লেখা আসবে। 

 

বিদ্র:- Positiveor negative sentiment word, Power word কিংবা Number আপনি যাই ব্যবহার করুন না কেন প্রয়োজন অনুসারে এগুলো ব্যবহার করতে হবে। যদি নাম্বারের প্রয়োজন না থাকে তাহলে কোন মতেই এর ব্যবহার করা যাবে না। এছাড়াও পজিটিভ ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড কিংবা ফরওয়ার্ড এগুলি সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে রেঙ্কম্যাথ বুঝতে না পারায় রেংকম্যাথ এগুলোর সঠিক ডাটা শো করায় না। 

 

এবারে Content Readibility এর পার্ট টি ঠিক করে নিন

Content Readibility অংশে RankMath কিছু সাধারণ বিষয়গুলি তুলে ধরেছে। এখানে মূলত কনটেন্টের গঠন কেমন হওয়া উচিত সে বিষয়ে তিনটি খুবই গুরুত্বপূর্ণ SEO সেটাপ করার বিষয় রয়েছে। এ বিষয়গুলি খুবই সহজেই আমরা পার করতে পারি, যদি কিনা আমরা কন্টেন্ট পড়ার বিষয়ে মনোযোগ দিই।

হ্যাঁ আপনার কনটেন্ট ভিউয়াররা ঠিকঠাক পড়তে পারবে কিনা, ভিওয়ারদের আপনার কনটেন্টটি পড়তে যাতে কোনো সুবিধা না হয়। এসব বিষয়ে এখানে gide করা আছে সেগুলি আপনি সঠিকভাবে পালন করলেই Content Readibility তে আপনি সমস্ত SEO গুলি পার করতে পারবেন।

 

Table of Contents plugin ব্যবহার করুন

টেবিল অফ কন্টেন্ট (TOC) প্লাগিন ব্যবহার করলে আপনার লেখা আরও সুসংগঠিত ও সহজে নেভিগেটেবল হয়। এটি পাঠকদের নির্দিষ্ট বিভাগে দ্রুত পৌঁছানোর সুযোগ দেয়, লেখার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে এবং সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনে সহায়তা করে। এভাবে TOC প্লাগিন পাঠকের অভিজ্ঞতা উন্নত করে এবং কনটেন্টকে আকর্ষণীয় ও কার্যকরী করে তোলে।

 

তাই অবশ্যই আপনি “Easy table Of Content” নামের প্লাগিনটি ইন্সটল করে নিতে পারেন। ইন্সটল করা মাত্রই আপনি দেখবেন এই প্রবলেমটি সলভ হয়ে গেছে, এবং সেখানে লেখা দেখাবে-  ✅ “a Table of Contents plugin to break-down your text”।

 

আপনার কন্টেন্ট এ short paragraphs রাখুন

ছোট ছোট প্যারাগ্রাফ লেখার ফলে কনটেন্ট আরও পাঠযোগ্য ও আকর্ষণীয় হয়। এটি পাঠকের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং দ্রুত তথ্য গ্রহণের সুযোগ দেয়। ছোট প্যারাগ্রাফগুলি বিষয়বস্তু স্পষ্টভাবে উপস্থাপন করে, যা পড়তে সহজ করে তোলে। এছাড়া, ভিজ্যুয়ালি কম জটিল হওয়ায় পাঠক সহজে কনটেন্ট পড়তে পারে।

 

কোথায় অবশ্যই আপনিও শর্ট প্যারাগ্রাফ কণ্ঠের লেখার সময় রাখুন তাতে করে আপনি রেঙ্কম্যাথ SEO তে ✅ “You are using short paragraphs” লেখাটি পেয়ে যাবেন।

 

Content এ images and/or video(s) ব্যবহার করুন

কনটেন্ট লেখার সময় ইমেজ এবং ইউটিউব ভিডিও যুক্ত করলে পাঠকদের জন্য সেই তথ্য টি আরও আকর্ষণীয় ও বোধগম্য করে তোলে। ইমেজ ও ভিডিও ভিউয়ারদের আরো বেশি ধারণা প্রদান করে, এবং লেখার বিষয়বস্তুকে ভিজ্যুয়ালি সমর্থন করে। এগুলি কনটেন্টকে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তোলে, ফলে পাঠকের মনোযোগ ধরে রাখা সহজ হয়। এছাড়া, ভিডিও টিউটোরিয়াল বা ডেমো সংযুক্ত করলে পাঠক আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারে।

তাই অবশ্যই আপনি কন্টেন্ট লেখার সময় ভিডিও এবং ইমেজ ব্যবহার করুন। কন্টেন্ট এ ভিডিও এবং ইমেজ ব্যবহার করলেই আপনি SEO তে আরও এক ধাপ এগিয়ে যাবেন। তবে আপনি ✅ “Your content contains images and/or video(s)” লেখাটা দেখতে পাবেন।

Disclaimer

এই কন্টেন্টটি শুধুমাত্র SEO সংক্রান্ত সাধারণ তথ্য ও পরামর্শ প্রদানের উদ্দেশ্যে তৈরি হয়েছে। RankMath বা অন্য কোনো SEO টুল ব্যবহার করে সর্বোচ্চ SEO স্কোর অর্জনের জন্য যে পদক্ষেপগুলি বর্ণিত হয়েছে, তা সাইটের কন্টেন্ট, KD, এবং সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের পরিবর্তনের উপর নির্ভরশীল। এছাড়া, এগুলি প্রয়োগ করার সময় প্রাপ্ত ফলাফল ভিন্ন হতে পারে এবং এই গাইডলাইনগুলি নিশ্চিত সফলতার নিশ্চয়তা দেয় না। SEO কৌশল আপনাকে নিয়মিত আপডেট করা প্রয়োজন, এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনের নিয়ম পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়ানো গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র

তথ্যসূত্র: RankMath
RankMath, একটি জনপ্রিয় SEO প্লাগইন, যা ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য উন্নত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) সমাধান প্রদান করে। এর সাহায্যে আপনি সহজে কীওয়ার্ড অপ্টিমাইজেশন, মেটা ট্যাগ ব্যবস্থাপনা, XML সাইটম্যাপ তৈরি, এবং Schema Markup ইত্যাদি গুরুত্বপূর্ণ SEO ফিচারগুলো একত্রে ব্যবহার করতে পারবেন। RankMath- সার্চ ইঞ্জিন র‍্যাংকিং উন্নত করার জন্য বিশেষভাবে সহায়ক। এটি বিনামূল্যে এবং প্রিমিয়াম উভয় সংস্করণে পাওয়া যায়, যা আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। SEO সংক্রান্ত যে কোন তথ্য, ও অসুবিধায় আপনাদের Biswas company এর সাপোর্ট থেকে সৌভিক এবং চঞ্চল বাবুর সাথে নির্দিধায় যোগাযোগ করতে পারেন।

   Ans-  RankMath একটি WordPress SEO plugin যা আপনাকে সহজে এবং দক্ষতার সাথে আপনার ওয়েবসাইটের SEO অপটিমাইজ করতে সাহায্য করে।

   Ans-  RankMath বিভিন্ন SEO সেটিংস এবং নির্দেশনা প্রদান করে যা আপনাকে পোস্ট বা পৃষ্ঠার SEO স্কোর বাড়াতে সাহায্য করে।

   Ans-  ফোকাস কিওয়ার্ড হল সেই শব্দ বা বাক্যাংশ যা আপনি চান আপনার পোস্টটি সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্ক করুক।

   Ans-  আপনার পোস্টের মূল বিষয়টি বোঝায় এমন শব্দ বা বাক্যাংশ নির্বাচন করুন যা মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারে।

   Ans-  “Edit Snippet” অপশনে ক্লিক করে টাইটেল, পারমালিংক, এবং ডেসক্রিপশন এডিট করতে পারেন।

   Ans-  ফোকাস কিওয়ার্ড Meta DescriptionAns- এ থাকলে সার্চ ইঞ্জিন বুঝতে পারে আপনার পোস্টটি কী বিষয়ে।

   Ans-  RankMath এর ড্যাশবোর্ডে গিয়ে আপনার পোস্টের SEO স্কোর দেখতে পারেন।

   Ans-  সাধারণত ১Ans- ২% কিওয়ার্ড ডেনসিটি বজায় রাখা উচিত, যা কন্টেন্টের দৈর্ঘ্যের উপর নির্ভর করে।

   Ans-  “Basic SEO” সেকশন RankMathAns- এ একটি অংশ যেখানে সাধারণ SEO সম্পর্কিত সমস্যার সমাধান করা হয়।

    Ans-  হ্যাঁ, H2, H3, H4 ইত্যাদি হেডিংসে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করলে SEO স্কোর বাড়ে।

    Ans-  ইমেজের Alt TextAns- এ ফোকাস কিওয়ার্ড ব্যবহার করলে সেটি অপটিমাইজ হয়ে যায়।

    Ans-  RankMath এর গাইডলাইন অনুযায়ী ফোকাস কিওয়ার্ড, Meta Description, এবং অন্যান্য নির্দেশনা অনুসরণ করলে SEO স্কোর বাড়ে।

    Ans-  External এবং Internal লিঙ্কগুলো কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা ও র‌্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে।

    Ans-  Content AI RankMath এর একটি প্রিমিয়াম ফিচার যা আপনার কন্টেন্টের জন্য কিওয়ার্ড সাজেশন প্রদান করে।

    Ans-  ছোট প্যারাগ্রাফ এবং টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করে কন্টেন্ট আরও পাঠযোগ্য করা যায়।

    Ans-  নাম্বার টাইটেলকে আকর্ষণীয় করে এবং র‌্যাঙ্কিংয়ে সহায়তা করে।

    Ans-  Power Words টাইটেলকে আরও আকর্ষণীয় করে, যা ক্লিকAns- থ্রু রেট বাড়ায়।

    Ans-  দীর্ঘ কন্টেন্ট সাধারণত বেশি তথ্যবহুল হয় এবং সার্চ ইঞ্জিনে ভাল র‌্যাঙ্ক করতে পারে।

    Ans-  এটি কন্টেন্টকে সুসংগঠিত করে এবং পাঠকদের নির্দিষ্ট অংশে দ্রুত পৌঁছাতে সহায়তা করে।

    Ans-  RankMath এর সকল নির্দেশনা এবং সেটিংস অনুসরণ করে ফোকাস কিওয়ার্ড, Meta Description, External/Internal Links ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করলে আপনার পোস্ট সম্পূর্ণরূপে SEO অপটিমাইজড হবে।

Share this post

RankMath এ 100 এর কাছে SEO স্কোর অর্জনের সহজ উপায়

RankMath এ সর্বোচ্চ SEO স্কোর অর্জনের সহজ উপায়

এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন কিভাবে র‌্যাঙ্কম্যাথ সর্বোচ্চ SEO ব্যাঙ্ক অর্জন করা যায়। RankMath এর মাধ্যমে কিভাবে highest SEO score করতে হয়? এই পোস্ট

Read More »